যুক্তি-তক্কো পর্ব ২: তদন্তে ফাঁক রেখে পুলিশ আর CBI, একসুরে বলছে, 'সঞ্জয়ের ফাঁসি চাই'
ABP Ananda Live: আচ্ছা, কতটা সময় পেরোলে তবে গুলিয়ে দেওয়া যায়? গোটা পৃথিবীতে তোলপাড় ফেলে দেওয়া একটা ভয়াবহ মামলায়, গত সাড়ে পাঁচ মাসে, কতটা আলো ফেলতে পারল, আমাদের তথাকথিত 'সেরা' এজেন্সিগুলোর তদন্ত? সত্য়িই এগোনো গেছে? নাকি ওই ট্রেডমিলে দৌড়ের মতো, একই জায়গায় দাঁড়িয়ে শুধু ঘাম ঝড়ানো হচ্ছে? আমরা কিন্তু ঘুণাক্ষরেও বঙ্কিমচন্দ্রের শব্দে বলতে চাইনা, ''আইন! সে তো তামাশা মাত্র।'' কিন্তু আইন-আদালত, তদন্ত, মামলা, রায়- এতকিছুর পরেও, অসংখ্য় প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না কেন? সুকুমার রায়ের 'হযবরল'-র সেই কোর্ট-সিনের মতো, ''নেড়ার তিনমাস জেল আর সাতদিনের ফাঁসি'' নয়, মানুষ কিন্তু সেটিং-হীন নিরপেক্ষ তদন্তে, স্পষ্ট করে জানতে চায় সত্য়িটা। আর তা না হলে সেই CID ধারাবাহিকের ACP প্রদ্য়ুমনের মতো বলতেই হবে- ''কুছ তো গড়বড় হ্য়ায়।'' তদন্তের সন্দেহজনক আলো-আঁধারিতে ক্রমশ গভীর হওয়া রাজনীতির ঘোলাজলই। তদন্তে ফাঁক রেখে পুলিশ আর CBI, একসুরে বলছে, "সঞ্জয়ের ফাঁসি চাই"। রায় শেষে তবু থাকে প্রশ্নের দল, অসহায় মা-বাবার যন্ত্রণা-সম্বল। যুক্তি-তক্কো।