Jukti Takko: 'রোজই অমিত শাহ বলেন সন্ত্রাসবাদের কোমর ভেঙে দিয়েছি', কটাক্ষ অর্নিবাণের
ABP Ananda | 03 May 2025 08:07 AM (IST)
ABP Ananda Live: 'একটা বদলা নেওয়া হবে তারপর সব আমরা ভুলে যাব। সার্জিক্যাল স্ট্রাইকে তথ্যপ্রমাণ নিয়ে এখনও প্রশ্ন। সুষমা স্বরাজও তখন বলতে পারেননি। পুলওয়ামায় তুম চুপ রহোর নেপথ্যে কী ছিল জানা দরকার। সন্ত্রাসবাদের কতগুলো কোমর যে অমিত শাহ রোজ ভাঙেন? পহেলগাঁওয়ে যিনি বাঁচাতে গেছিলেন সেই যুবক মুসলিম ছিলেন। রোজই অমিত শাহ বলেন সন্ত্রাসবাদের কোমর ভেঙে দিয়েছি। সন্ত্রাসবাদের সত্যি কোনও ধর্ম হয় না। প্রজ্ঞা সিংহ ঠাকুর সন্ত্রাসবাদী নন? সন্ত্রাসবাদের নয়, রাজনীতির ধর্ম আছে। রাজনীতির কট্টর চিন্তাভাবনার পিছনে পাকিস্তান মানসিকতা। ভারত দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়নি। ভারত সেকুলার ছিল, সেকুলার আছে। ১০ দিন হতে চলল একজন জঙ্গিও ধরা পড়ল না। ১২ বছর ধরে হিন্দু হৃদয় সম্রাট শাসন করেছেন'। বললেন অর্নিবাণ বন্দ্যাপাধ্যায়।