এবার শাড়ির সঙ্গে ম্যাচিং মাস্ক, আদি মোহিনীমোহন কাঞ্জিলাল আনছে আরও নতুন চমক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Jun 2020 03:00 PM (IST)
লকডাউনে ২ মাসেরও বেশি বন্ধ ছিল দোকান। গতকাল খুলল কলেজ স্ট্রিটের আদি মোহিনীমোহন কাঞ্জিলাল। সরকারের সমস্ত বিধিনিষেধ মেনে চালু হল দোকান। বাধ্যতামূলক মাস্ক পরা। কর্মী থেকে ক্রেতা, সকলকেই দেওয়া হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। আসছে নতুন চমকও।