Reporter Stories: রেশনে মিলবে পেঁয়াজ, প্রতি কেজি ৫৯ টাকা
souravp@abpnews.in | 09 Dec 2019 10:30 AM (IST)
আজ থেকে রেশনে মিলছে পেঁয়াজ। সুফল বাংলার পাশাপাশি আজ থেকে ৫৯ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে কলকাতার বিভিন্ন রেশন দোকানে। তবে পরিবার পিছু এক কেজি করে পেঁয়াজ মিলছে। মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার জানিয়েছেন, কেন্দ্রের কাছে ৮০০ টন পেঁয়াজ চাওয়া হয়েছে। তবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বিদেশ থেকে যে পেঁয়াজ আমদানি করা হচ্ছে, সেই পেঁয়াজ দেশে পৌঁছতে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ হবে। তাই পরিস্থিতি সামাল দিতে বর্তমানে প্রতি কিলো পেঁয়াজে রাজ্য সরকার ৫০ টাকা করে ভর্তুকি দিচ্ছে।