চাঁচলে বস্ত্র ব্যবসায়ীকে মারধর করে টাকা ও শাড়ি লুঠের অভিযোগ
souravp@abpnews.in | 27 Dec 2019 12:00 AM (IST)
মালদার চাঁচলে এক বস্ত্র ব্যবসায়ীকে মারধর করে টাকা ও শাড়ি লুঠের অভিযোগ। আহত ব্যবসায়ী মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। অভিযুক্ত দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি পুলিশের।