Najare 9 : তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি, মারিশদাকাণ্ডে ৩ তৃণমূল নেতার ইস্তফা প্রসঙ্গে কটাক্ষ বিজেপির
ABP Ananda
Updated at:
04 Dec 2022 10:29 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর পদত্যাগ করলেও, দলীয় নির্দেশ নিয়েই প্রশ্ন তুলেছেন মারিশদা পঞ্চায়েতের প্রধান ঝুনু মণ্ডল। আজই দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূলের মারিশদা ৫ নম্বর অঞ্চলের সভাপতি গৌতম মিশ্র ও মারিশদার উপপ্রধানও।
অভিষেকের নির্দেশের পরই তৎপর প্রশাসন। পদত্যাগের পরই মারিশদার প্রধান, উপপ্রধানকে থানায় তলব। হাজিরা ২ তৃণমূল নেতার।
তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি। মারিশদাকাণ্ডে ৩ তৃণমূল নেতার ইস্তফা প্রসঙ্গে কটাক্ষ বিজেপির। ভয় পাচ্ছে শাসক দলের লোকজনই। কটাক্ষ সিপিএমের।