টিটাগড়ে থানার কাছেই গুলি করে খুন অর্জুন ঘনিষ্ঠ বিজেপি নেতা মণীশ শুক্ল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Oct 2020 11:46 PM (IST)
টিটাগড়ে শ্যুটআউট। ভর সন্ধ্যেবেলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল বিজেপি নেতা মণীশ শুক্লের। তিনি ব্যরাকপুর সাংগঠনিক জেলার সদস্য ছিলেন। তাঁর বুকে, ঘাড়ে, পিঠে গুলি লাগে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আনা হয় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। তিনি যখন আজ তাঁর দলীয় সভা থেকে ফিরে এসে দলীয় কার্যালয়ে ঢুকছিলেন, তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। অর্জুন সিংহ জানান, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ব্যরাকপুরের সিপি-কে ঘিরে বিক্ষোভ। ঘটনার জেরে প্রায় এক ঘণ্টা বিটি রোড অবরোধ করেন বিজেপির কর্মী-সমর্থকরা। ঘটনার প্রতিবাদে আগামীকাল ১২ ঘণ্টা ব্যারাকপুর বন্ধের ডাক দিয়েছে বিজেপি নেতৃত্ব।