শারদ আনন্দ: পটচিত্র থেকে তাঁত, রামমোহন স্মৃতি সংঘে এবার ফুটে উঠবে বাংলার সাবেকিয়ানা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Oct 2020 08:43 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
রামমোহন স্মৃতি সংঘ তাদের ৬২ বছরের পুজোয় যে ভাবনা নিয়ে আসছে তা হল বাংলার সাবেকিয়ানা। ২ টো জিনিসকে তুলে ধরছেন তারা। এক হল বাংলার তাঁত শিল্প ও অপরটি হল বাংলার পট শিল্প। করোনা আবহে সমাজ এখন পিছিয়ে পড়েছে, অর্থনীতি পিছিয়ে পড়েছে। শিল্পী জানালেন, এই থিমের উদ্দেশ্য হল, বাঙালি নস্ট্যালজিয়াকে উস্কে দেওয়া। মণ্ডপ সেজে উঠবে বাংলা পটচিত্র ও তাঁতের ব্যবহারে।