7:30 Tay Saradin: মিঠুনের কনভয়ে দুর্ঘটনা, পরপর ৩টি গাড়ি ক্ষতিগ্রস্ত
ABP Ananda | 26 Nov 2022 10:35 PM (IST)
বিষ্ণুপুর থেকে দুর্গাপুর আসার সময় মিঠুনের কনভয়ে দুর্ঘটনা। সামনে হঠাৎ সাইকেল, বিজেপি নেতার গাড়ি ব্রেক কষায় দুর্ঘটনা। সামনে থাকা গাড়ি হঠাৎ থামায় পরপর ৩টি গাড়ির ধাক্কা। সামনে থাকা বিজেপি নেতার গাড়িতে ধাক্কা মিঠুনের গাড়ির। পরপর ৩টি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও, কেউ আহত হননি, খবর সূত্রের।