Sare 7tay Saradin: 'বিজেপি-তৃণমূল আছেই আদানির সেবা করার জন্য', তাজপুর ইস্যুতে খোঁচা শমীক লাহিড়ির
ABP Ananda | 22 Nov 2023 08:13 PM (IST)
তাজপুরে আদানি-সরকার চুক্তি বাতিল নিয়ে বিস্ফোরক বিজেপি। চুক্তি বাতিল করেছে আদানি গোষ্ঠীই। 'তাঁরা মন্দারমণিতে বন্দর করতে চেয়েছেন।' 'মন্দারমণিতে চুপিসাড়ে জমি অধিগ্রহণের চেষ্টা করেছে রাজ্য সরকার।' 'জাতীয় সড়কের জন্য রাজ্য জমি অধিগ্রহণ করতে পারেনি,দাবি বিজেপির।
এবার তৃণমূল বিধায়ক সওকত মোল্লার পুলিশকে ধমকের ছবি ভাইরাল। ভাঙড়ে এমএলএ কাপের উদ্বোধনে সওকতের রোষে পুলিশ। বাজি ফাটাতে নিষেধ করায় পুলিশের উদ্দেশে হুঙ্কার।