Saat Sakale: ত্রিশঙ্কু হবে না তো কর্ণাটকের ফল?
ABP Ananda | 13 May 2023 11:33 AM (IST)
কর্ণাটক বিধানসভার ২২৪টি আসনে ভোটগ্রহণ হয়েছে বুধবার। বিজেপি কি ক্ষমতা ধরে রাখতে পারবে? না কি বাজিমাত করবে কংগ্রেস? ত্রিশঙ্কু হবে না তো কর্ণাটকের ফল? জেডিএস-কে কি দেখা যাবে কিং মেকারের ভূমিকায়? আজ মিলবে উত্তর।