Sat Sakale (Seg-2) : সিপিএমকে হারাতে ব্য়ালট খাওয়ার অভিযোগ TMC প্রার্থীর বিরুদ্ধে, কী বলছেন বিশিষ্টজনেরা ?
ABP Ananda
Updated at:
15 Jul 2023 10:00 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅশোকনগরে সিপিএমকে হারাতে, ব্য়ালট খেয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। এবার তা নিয়ে মুখ খুললেন বামপন্থী বিশিষ্টজনেরা। যদিও, প্রথম থেকেই ব্যালট পেপার খেয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছেন, ওই তৃণমূল প্রার্থী, মহাদেব মাটি।
ভোট সন্ত্রাসের ভয়ে রানিনগরে ঘরছাড়া সিপিএম কর্মীরা। কংগ্রেসের সমর্থন নিয়ে প্রার্থী দেওয়া হলেও, ৩ টি বুথে ভোটই দিতে পারেননি বলে অভিযোগ করেছেন তাঁরা। নদী পেরিয়ে অন্য গ্রামে গিয়ে কোনওরকমে খুঁজতে হয়েছে মাথাগোঁজার ঠাঁই। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।