শারদ আনন্দ ২০২০: সপ্তমীতে আচার মেনে দেবীর প্রাণপ্রতিষ্ঠা বেলুড় মঠে, একই ছবি জেলাতেও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Oct 2020 04:15 PM (IST)
রীতি-আচার মেনেই কলকাতা-সহ জেলায় চলেছে সপ্তমীর পুজো এবং দেবীর প্রাণপ্রতিষ্ঠার পালা। আজ রীতি মেনেই বেলুড় মঠের মূল মন্দিরে হয়েছে পুজো। পাশাপাশি একই চিত্র ক্যানিং, দুর্গাপুর, বোলপুর ও বর্ধমানেও।