শারদ আনন্দ ২০২০: উমা বিদায়ে ভারাক্রান্ত মন নিয়েই দশমী পুজো শুরু দুর্গাপুর মার্কনি ক্লাবে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Oct 2020 09:10 AM (IST)
আজ বিজয়া দশমী। দশমী তিথি সকাল সকাল হওয়ায় বিভিন্ন মণ্ডপে শুরু হয়েছে দশমী পুজো। উমা বিদায়ের দিন ভারাক্রান্ত মন নিয়েই পুজো শুরু হয়েছে দুর্গাপুর মার্কনি ক্লাবে। তবে করোনা শঙ্কায় আজ অন্য বছরের মতো সেখানে বেশি লোকের আনাগোনা দেখা যায়নি।