এতদিনের আয়োজন, এক নিমেেষই ফাঁকা, মনজুড়ে বিসর্জনের বিষণ্ণতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Oct 2020 09:54 AM (IST)
ক’দিনের আয়োজন, ফাঁকা ফাঁকা প্যান্ডেল এক নিমেষে আরও ফাঁকা। টিমটিম করে জ্বলছে প্রদীপ। পড়ে আছে ছেঁড়া ফুল, মালা। মনজুড়ে বিষণ্ণতা।