শারদ আনন্দ ২০২০: বিজয়ায় বেজেছে বিষাদের সুর, বাবুঘাট-সহ কলকাতার বিভিন্ন ঘাটে চলছে প্রতিমা বিসর্জন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Oct 2020 08:30 PM (IST)
কড়া নিরাপত্তায় গঙ্গায় প্রতিমা বিসর্জন। তার আগে ঘাটগুলিতে কড়া নিরাপত্তা। পুলিশ সূত্রে খবর, বিসর্জনের জন্য নির্দিষ্ট করা হয়েছে ২৪টি ঘাট। আজ প্রায় আঠারোশো প্রতিমা বিসর্জন হওয়ার কথা। নিরাপত্তার দায়িত্বে থাকছেন ৩ হাজার পুলিশকর্মী।