শারদ আনন্দ ২০২০: কীভাবে সেজে উঠছে উত্তর কলকাতার কলেজ স্কোয়ারের পুজো মণ্ডপ, দেখুন শেষ মুহূর্তের প্রস্তুতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Oct 2020 03:21 PM (IST)
আজ পঞ্চমী। করোনা আবহে নিউ নর্মালে এবার পুজো অন্যরকম। স্বাস্থ্যবিধি মেনেই পুজোর আনন্দ ভাগ করে নিতে হবে। আগামীকাল ষষ্ঠীতে দেবীর বোধন। ইতিমধ্যেই মা চলে এসেছেন মণ্ডপে-মণ্ডপে। কলেজ স্কোয়ারের পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি, মণ্ডপসজ্জা দেখুন এবিপি আনন্দের সঙ্গে।