শারদ আনন্দ ২০২০: নিউ নর্মালে নয়ডার সেক্টর সিক্সটি ওয়ানের পুজোয় অভিনবত্ব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Oct 2020 12:04 AM (IST)
করোনা আছে। তার মধ্যে বিধি মেনে পুজোও হচ্ছে। প্রবাসে থাকা বাঙালিরাই বা পুজোর আনন্দ থেকে বাদ যান কীকরে! নিউ নর্মালে নয়ডার সেক্টর সিক্সটি ওয়ানের পুজো উদ্যোক্তারা এবার বেশ কিছু অভিনব উদ্যোগ নিয়েছেন।