শারদ আনন্দ ২০২০: স্বাস্থ্যবিধি মেনেই দুর্গাপুজোর চারদিন জমজমাট চারুচন্দ্র ভবন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Oct 2020 08:31 AM (IST)
১৯২৮ সালে দুর্গাপুজো শুরু করেছিলেন বিপ্লবী চারুচন্দ্র চট্টোপাধ্যায়। পরিবারের ৪ ভাই মিলে শুরু করা সেই পুজো এবার পা দিল ৯৩ বছরে। এখন পুজোর দায়িত্বে নতুন প্রজন্ম। করোনা আবহের মধ্যেও পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন। কলকাতার ঐতিহ্যবাহী বাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম চারুচন্দ্র ভবনের দুর্গাপুজো। এই পুজোর পরতে পরতে জড়িয়ে ইতিহাস। তবে তখন পুজো হত লেক প্লেস রোডের পুরনো বাড়িতে যেখানে এখন চারুচন্দ্র কলেজ। পুজো সরে আসে ৪ নম্বর পঙ্কজিনী চট্টোপাধ্যায় রোডের বাড়িতে।