শারদ আনন্দ ২০২০: শ্রীভূমি স্পোর্টিংয়ে চলছে সন্ধিপুজো, দেখুন সরাসরি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Oct 2020 12:00 PM (IST)
আজ মহাঅষ্টমী। ষোড়শ উপাচারে চলছে দেবীর পুজো, বিধি মেনে পুষ্পাঞ্জলি। যোগ্য সঙ্গত দিয়েছে আবহাওয়াও। নিম্নচাপের কালো মেঘ কেটে ঝলমলে হয়েছে আকাশ। সন্ধি পুজো চলছে শ্রীভূমি স্পোর্টিং-সহ বিভিন্ন মণ্ডপে । দেখুন সরাসরি ।