শারদ আনন্দ ২০২০: শারদ আনন্দ সম্মান। কল্পভাবনায় এবিপি আনন্দের সেরা পুরস্কার বেহালা নূতন দলকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Oct 2020 10:03 PM (IST)
লকডাউনে আমাদের অবস্থা ছিল ঘরবন্দি অমলের মতো। ঘরবন্দি থেকেই জানলা দিয়ে দেখতে হয়েছিল পৃথিবীকে। আর এই ভাবনায় ভর করে এবার সেজে উঠেছে বেহালা নূতন দলের পুজো। তাদের ভাবনা, 'অমল ও দইওয়ালা'। তাই কল্পভাবনায় এবিপি আনন্দের সেরা পুরস্কার পেল বেহালা নূতন দল। পাশাপাশি মাতৃমন্দিরে চলছে বোধনের পুজো। জানা গিয়েছে, ষষ্ঠীর পুজো সায়াহ্নে বা সন্ধ্যা বেলায় হয়।ক্যালেন্ডারে পঞ্চমী হলেও, পাঁজি মেনে চলছে এই ষষ্ঠীর পুজো।