শারদ আনন্দ ২০২০: শারদ আনন্দ সম্মান| এবিপি আনন্দ অভিনব শিল্প মাধ্যমের সেরার সম্মান পেল হাতিবাগান সর্বজনীন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Oct 2020 01:21 PM (IST)
বাঁশের ওপর কাগজ দিয়ে তৈরি মণ্ডপ মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে এমনই ভাবনা। প্রতিমা কাগজের তৈরি। যদিও পুজো মণ্ডপ তৈরির কাজ শুরু হওয়ার পরই শুরু হয় লকডাউন। সেই কারণেই মাঝে থমকে যায় কাজ। এবিপি আনন্দের অভিনব শিল্প মাধ্যমের সেরা পুজোর শারদ সম্মান পেল হাতিবাগান সর্বজনীন।