শারদ আনন্দ ২০২০: একডালিয়া এভারগ্রিনে উধাও চেনা ভিড়, দূর থেকেই প্রতিমা দর্শন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Oct 2020 03:48 PM (IST)
আজ মহাষষ্ঠী। একে করোনা আবহ, তার ওপর আকাশের মুখ ভার। সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি। এই পরিস্থিতিতে একডালিয়া এভারগ্রিনের মণ্ডপে উঠে এসেছে দক্ষিণ ভারতের মন্দিরের প্রতিচ্ছবি। রাখা হয়েছে ব্যারিকেড। উধাও খুব চেনা সেই ভিড়।