RG Kar Protest: নাগরিক সমাজের পাশাপাশি, মিছিলে পা মেলালেন তারকারা। ABP Ananda Live
ABP Ananda | 01 Sep 2024 11:50 PM (IST)
আরজি কর-কাণ্ডে (RG Kar Protest) বিচার চেয়ে মহানগরীতে প্রতিবাদের মহামিছিল। নাগরিক সমাজের পাশাপাশি, মিছিলে পা মেলালেন তারকারা। ছিলেন অপর্ণা সেন, স্বস্তিকা মুখোপাধ্য়ায়, বাদশা মৈত্র, সাহেব চট্টোপাধ্য়ায়রা। অন্য়দিকে, গোলপার্ক থেকে কালো পোশাকে, মৌন মিছিল করলেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তন পড়ুয়ারা।
আরজি কর (RG Kar News) মেডিক্য়ালে চিকিৎসকের ধর্ষণ-খুনের পর, সেমিনার হলে গেছিলেন কারা? তা নিয়ে বহু প্রশ্ন উঠছে। এই প্রেক্ষাপটে আকাশি শার্ট পরা এক ব্য়ক্তির ছবি ভাইরাল হয়েছে। আন্দোলনকারীদের একাংশের দাবি এই ব্যক্তির নাম দীপাঞ্জন হালদার। তিনি আর জি কর মেডিক্য়াল কলেজের শিশুরোগ বিভাগের অ্যাসিস্ট্য়ান্ট প্রফেসর। যদিও, দীপাঞ্জন হালদারের দাবি ঘটনা দিন আর জি করে গেছিলেন তিনি। তবে, এই ছবি তাঁরই কিনা, নিশ্চিত নন তিনি।