Swargaram Plus : স্বরূপনগরে সীমান্তে বাড়ছে অনুপ্রবেশকারীদের ভিড় । সীমান্তের ওপারে যেতে ৩-৪ দিন ধরে অপেক্ষায় বহু বাংলাদেশি
ABP Ananda LIVE: বাংলায় SIR, পালাচ্ছে বাংলাদেশিরা । স্বরূপনগরে সীমান্তে বাড়ছে অনুপ্রবেশকারীদের ভিড় । সীমান্তের ওপারে যেতে ৩-৪ দিন ধরে অপেক্ষায় বহু বাংলাদেশি । ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না অনেকেই।
আরও খবর...
'আমি আর পারছি না', কেঁদে ভাসালেন পাণ্ডুয়ার BLO ! সোশাল মিডিয়ায় ভাইরাল কান্নার ভিডিও
SIR-এর প্রবল চাপ। কেঁদে ভাসালেন পাণ্ডুয়ার BLO ! সোশাল মিডিয়ায় ভাইরাল BLO-র কান্নার সেই ভিডিও। SIR-এর কাজে দেরি হওয়ায় ব্লক অফিসে ডেকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাড়ি ফিরে ভেঙে পড়েন BLO তথা স্কুল শিক্ষিকা সুমিতা মুখোপাধ্যায়। কাঁদতে কাঁদতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, "আমি আর পারছি না।"
BLO-র দাবি, শারীরিক অসুস্থতা সত্ত্বেও SIR-এর কাজ করছি। ৩০০ জনের নাম অনলাইনে আপডেটও করেছি। তারপরেও ব্লক অফিসে ডেকে ওখানে অনলাইনে এন্ট্রির করতে বলা হয়। সেখানে সার্ভার সমস্যার কারণে কাজ করতে পারিনি। কাউকে বলেও সমস্যার সুরাহা হয়নি।
এদিকে কমিশনে সূত্রে দাবি করা হয়েছে, যাঁদের পারফরম্যান্স কম তাঁদের টেকনিক্যাল সহায়তার জন্য ডেকে পাঠানো হচ্ছে। সার্ভার ডাউন থাকায় ওই BLO-কে একটু অপেক্ষা করতে হয়েছে। হয়তো সেই থেকে সংশ্লিষ্ট BLO-র ক্ষোভ। অসুস্থতার বিষয়টি বিবেচনা করে দেখা হবে।