Swargorom Plus : ২৬-এর আগে ধর্মাস্ত্রে শান, মুর্শিদাবাদে হুমায়ুন কবীরের 'বাবরি মসজিদের' শিলান্য়াস
Swargorom Plus : মুর্শিদাবাদে হুমায়ুন কবীরের 'বাবরি মসজিদের' শিলান্য়াস হল। কিন্তু তা নিয়ে রাজনৈতিক চাপানউতোর চরমে উঠল। বারবার তৃণমূলকে খোঁচা দিতে গিয়ে হুমায়ুন কবীরের মুখে উঠে এল মুসলিম ভোটব্যাঙ্ক, হিন্দু ভোটব্য়াঙ্ক, মুসলিম বিধায়ক ও শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ।
আরও খবর...
'বাবরি মসজিদের' শিলান্যাসে কত লোক এসেছিল ? যা দাবি করলেন হুমায়ুন...
এককথায়, লোকে লোকারণ্য। এদিন মুর্শিদাবাদে প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে যথেষ্ট ভিড় হল। কিন্তু, কত ভিড় হয়েছে আজ ? এই প্রশ্নের জবাবে হুমায়ুন কবীর বললেন, "৪ লক্ষ তো হবেই। কম করে ৪ লক্ষ মানুষ এসেছে। আমার ধারণা ছিল, ২ লক্ষ লোক আসবে। কিন্তু, আরও ৫০ হাজার লোক বাড়ত। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি...প্রশাসনের একটা অংশ অনেক চমকেছে। অনেক লোক বাস ভাড়া করেছে, তাদের বলেছে, কোথায় যাবি ? ওরা বলেছে, মুর্শিদাবাদে বাবরি মসজিদে। তো, প্রশাসন তাদের বসিয়ে রেখেছে।"
পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক বলেন, "আমার এখানে হরিহরপাড়ার একটা ছেলে...আসিক ইকবাল। তিনি শুধু ফেসবুকে বা ভিডিও করে বলেছিলেন যে, হরিহরপাড়ার হাজার হাজার লোককে বেলডাঙার এই বাবরি মসজিদের ভিত্তি স্থাপনে যেতে হবে। তাঁকে কাল সকালে উঠিয়ে নিয়ে গিয়ে...এখানে যে অরূপ রায় ডিউটি করতে এসেছেন...ওঁর পুলিশ তাঁকে উঠিয়ে নিয়ে গিয়ে...সকালে ছেড়ে দেওয়ার কথা ছিল, এখনও ছাড়েনি। তাঁর বউ আমার কাছে কান্নাকাটি করছেন।"