Swargorom Plus: 'রাহুল গান্ধীকে নকল করার চেষ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের', কটাক্ষ অধীরের
ABP Ananda LIVE : অমিত শাহের 'ভোকাল টনিকে' উজ্জীবিত দিলীপ ঘোষ । ছাব্বিশের ভোটে লড়তে চান দিলীপ ঘোষ । শাহ-বৈঠকের পরেই বছরের প্রথম দিনেই ফের স্বমহিমায় দিলীপ ঘোষ। সুকান্ত-শুভেন্দু-শমীক-দিলীপ....বঙ্গ বিজেপির এই চতুষ্কোণেই কি বদলাবে রাজ্য়ের সমীকরণ?তৃণমূলের কি অস্বস্তি বাড়ল? নির্বাচন কমিশনের কড়া বার্তা,২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সামনে এল AERO-কে তৃণমূলের হুমকি দেওয়ার অভিযোগ। রায়গঞ্জে যুব তৃণমূল নেতাকে গুলি করে খুনের ঘটনায় অভিযুক্ত তৃণমূল খড়গপুর থেকে ভোটে লড়তে চান, অমিত শাহকে বার্তা দিলীপের । পছন্দের কেন্দ্র খড়গপুর, দল বললে ওখানে লড়ব' । মেদিনীপুর থেকে সরানোর পরিণাম ভুগতে হয়েছে' । 'অমিত শাহ আলাদা করে আমার সঙ্গে আলোচনা করেছেন', বললেন দিলীপ ঘোষ
বাংলাদেশে ফের আক্রান্ত সংখ্যালঘু হিন্দু, মারধরের পর গায়ে আগুন ধরিয়ে দিল উন্মত্তরা, পুকুরে ঝাঁপ দিয়ে কোনও রকমে বাঁচলেন খোকন দাস
বাংলাদেশে ফের আক্রান্ত সংখ্যালঘু হিন্দু। হিংসায় উন্মত্ত একদল লোক পুড়িয়ে মারার চেষ্টা করল এক ব্যক্তিকে। তাঁর গায়ে আগুনও লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কোনও রকমে পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচেছেন ওই ব্যক্তি। তবে তাঁর অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। (Hindu Man Attacked in Bangladesh)
৩১ ডিসেম্বর, অর্থাৎ বর্ষবরণের রাতে শরিয়তপুর জেলায় এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, খোকন দাস নামের ৫০ বছর বয়সি এক ব্যক্তিকে পুড়িয়ে মারার চেষ্টা করে উন্মত্তরা। খোকন বাড়ি ফিরছিলেন। সেই সময় প্রথমে ধারাল অস্ত্র নিয়ে হামলা হয় তাঁর উপর। (Bangladesh News)
All Shows






























