দুর্গাপুরে লরির পেছনে কলকাতাগামী মিনিডোরের ধাক্কা, মৃত চালক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Aug 2020 12:04 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
দুর্গাপুর নিউ টাউনশিপ থানা এলাকায় লরির পেছনে মিনিডোরের ধাক্কা। মিনিডোর চালকের মৃত্যু। আজ ভোর ৪ :৩০ নাগাদ ডি ভি সি মোড়ে এই দুর্ঘটনা ঘটে। ২ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা মারে বর্ধমান থেকে কলকাতাগামী পণ্যবাহী মিনিডোরটি। কীভাবে দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।