লেডি ডাফরিন হাসপাতালে আড়াই মাসের শিশুকে ভুল টিকা দেওয়ার অভিযোগ, নার্সকে আলিপুরদুয়ারে বদলি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Jul 2019 02:10 PM (IST)
লেডি ডাফরিন হাসপাতালে আড়াই মাসের শিশুকে ভুল টিকা দেওয়ার অভিযোগ। কর্তব্যরত নার্স ভুল টিকা দেয় বলে অভিযোগ পরিবারের। টিকা দেওয়ার পর অসুস্থ হয়ে পড়ে শিশুটি। আইসিইউতে চিকিৎসার পর সুস্থ হয় শিশুটি। স্বাস্থ্য দফতর ও মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের পরিবারের। অভিযুক্ত নার্সকে আলিপুরদুয়ারে বদলি করল স্বাস্থ্য দফতর।