পুণেতে অফিসেই খুন মহিলা তথ্য-প্রযুক্তি কর্মী, গ্রেফতার নিরাপত্তারক্ষী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Jan 2017 11:18 AM (IST)
অন্তরা দাসের পর এবার পুণেতে খুন ইনফোসিসের মহিলা তথ্যপ্রযুক্তি কর্মী। অফিস থেকে উদ্ধার সফটওয়্যার ইঞ্জিনিয়ার কে রসিলা রাজুর দেহ। কম্পিউটারের তার জড়িয়ে শ্বাসরোধ করে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান। গ্রেফতার নিরাপত্তারক্ষী। রবিবার রাজীব গাঁধী ইনফোটেক পার্কে অফিসের ১০ তলায় বসে কাজ করছিলেন রসিলা। ঘটনার সময় ব্যাঙ্গালোরের দুই সহকর্মীর তিনি অনলাইন ছিলেন। রসিলার ম্যানেজার দীর্ঘক্ষণ তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে, নিরাপত্তারক্ষীকে খবর দেন। এরপরই রসিলার দেহ উদ্ধার হয়। এর আগে ২৪ ডিসেম্বর পুণেতে খুন হন বেহালার বাসিন্দা তথ্যপ্রযুক্তি কর্মী অন্তরা দাস।
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
http://www.youtube.com/abpanandaTV https://www.facebook.com/abpananda https://www.abpananda.in
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
http://www.youtube.com/abpanandaTV https://www.facebook.com/abpananda https://www.abpananda.in