মন্দারমণি থেকে উদ্ধার ৩টি মৃতদেহ, ওড়িশার নিখোঁজ মৎস্যজীবীদের বলে সন্দেহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Jul 2018 12:11 PM (IST)
পূর্ব মেদিনীপুরের মন্দারমণি কোস্টাল থানা এলাকা থেকে উদ্ধার ৩টি মৃতদেহ। দিঘার কাছে উদ্ধার মৎস্যজীবীদের একটি ভাঙা নৌকা। পুলিশ সূত্রে খবর, গতকাল ওড়িশার কীর্তনিয়া থেকে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যান ২৫ জন মৎস্যজীবী। আজ সকালে মন্দারমণি এলাকা থেকে তিনটি মৃতদেহ উদ্ধার হয়। দিঘা থেকে উদ্ধার হয় একটি ভাঙা নৌকা। মৃতদেহগুলি নিখোঁজ মৎস্যজীবীদের কিনা, তা জানতে ওড়িশা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ।