বাংলাদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬৯ জনের মৃত্যু, বাড়তে পারে মৃতের সংখ্যা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Feb 2019 09:51 AM (IST)
বাংলাদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬৯ জনের মৃত্যু। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। একুশে ফেব্রুয়ারির ঠিক আগের দিন বাংলাদেশের ঢাকায় বহুতলে আগুন লাগে। আগুনে পুড়ে যায় গোটা বহুতল। ওই বাড়িতেই রাসায়নিকের গুদাম ছিল বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে অনুমান, গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়ায়। রাসায়নিক মজুত থাকায়, আগুন দ্রুত ছড়িয়েছে বলে দমকলের অনুমান।