রাজ্য সরকারের চতুর্থ শ্রেণির কর্মী পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে, নদিয়া থেকে ধৃত অভিযুক্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Apr 2018 09:39 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
রাজ্য সরকারের চতুর্থ শ্রেণির কর্মী পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত। অভিযোগ, রাজ্য সরকারের চতুর্থ শ্রেণির কর্মী পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা পম্পা দাসের কাছ থেকে ৩০ হাজার টাকা নেওয়া হয়। এরপর ওই তরুণীকে একাধিক এসএমএস পাঠিয়ে নিউটাউন অ্যাকশন এরিয়া - টু-তে ইউটিলিটি বিল্ডিংয়ে নিয়োগপত্র দেওয়ার নাম করে ডেকে পাঠানো হয় বলে অভিযোগ। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ২০১৭-র ৮ ডিসেম্বর সাইবার অপরাধ দমন থানায় অভিযোগ জানান ওই তরুণী। তদন্তে নেমে গতকাল রাতে নদিয়া কোতয়ালি থানার কাঠুরিয়াপাড়া থেকে ধনঞ্জয় দাস নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এই চক্রে আর কারা জড়িত, খতিয়ে দেখা হচ্ছে।