এশিয়ান গেমসে পুরুষদের বক্সিংয়ের ৪৯ কেজি বিভাগে সোনা জয় অমিত পাঙ্গালের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Sep 2018 03:02 PM (IST)
এশিয়ান গেমসে ফের সোনা জয় ভারতের। পুরুষদের বক্সিংয়ের ৪৯ কেজি বিভাগে উজবেকিস্তানের দুসমাতোভকে হারিয়ে সোনা জয় অমিত পাঙ্গালের। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩-২ ফলে ম্যাচ জিতে সোনা জয় অমিতের। চলতি এশিয়ান গেমসে বক্সিং থেকে ভারত পেল প্রথম সোনা।