দূরত্ব ঘোচানোর লক্ষ্যে আজ উদ্ধবের সঙ্গে বৈঠক অমিতের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Jun 2018 07:50 AM (IST)
দুই শরিক দলের সম্পর্কে চিড় মেরামতির চেষ্টা। আজ শিবসেনা-প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করবেন বিজেপি সভাপতি অমিত শাহ। এ জন্য উদ্ধবের বাসভবন মাতশ্রীতে যাবেন অমিত। দুই শীর্ষ নেতার মধ্যে শেষ বৈঠক হয়েছিল গত বছর। রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে রামনাথ কোবিন্দের জন্য সমর্থন চাইতে উদ্ধবের সঙ্গে দেখা করেছিলেন অমিত। সম্প্রতি পালগড়ে হয়ে যাওয়া উপনির্বাচনের পরে দু’দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে ওই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পালগড়ে বিজেপির সঙ্গে টক্কর হয়েছিল শিবসেনার।
ওই ভোটে হেরে যাওযার পর উদ্ধব বলেছিলেন যে, বিজেপির আর পুরানো বন্ধুর প্রয়োজন নেই। এর আগে শিবসেনা লোকসভা ভোটে তারা আলাদা লড়াই করবে বলে জানায়।
ওই ভোটে হেরে যাওযার পর উদ্ধব বলেছিলেন যে, বিজেপির আর পুরানো বন্ধুর প্রয়োজন নেই। এর আগে শিবসেনা লোকসভা ভোটে তারা আলাদা লড়াই করবে বলে জানায়।