কলকাতায় ফিরলেন এশিয়ান গেমসে হেপ্টাথেলনে সোনা জয়ী স্বপ্না বর্মন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Sep 2018 03:57 PM (IST)
কলকাতায় ফিরলেন এশিয়ান গেমসে হেপ্টাথেলনে সোনা জয়ী স্বপ্না বর্মন। জয় উত্সর্গ করেছেন তাঁর স্যার এবং পরিবারকে। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।