অনেক প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে ,শহরে ফিরে বললেন এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Sep 2018 08:19 PM (IST)
এশিয়ান গেমসে হেপ্টাথলনে সোনাজয়ের পর শহরে ফিরলেন স্বপ্না বর্মন। এদিন বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান ক্রীড়ামন্ত্রী। স্বপ্নার জন্য অভিনন্দনের ঢল। আবেগের সুনামি। এরপর সাইতে সংবর্ধনা দেওয়া হয় তাঁকে। এশিয়ান গেমসের এই সাফল্য তিনি উৎসর্গ করলেন কোচ ও তাঁর পরিবারকে। তবে, এশিয়ান গেমস শেষ। নজরে এখন টোকিও অলিম্পিক্স। ২০২০-র দিকে তাকিয়েই চলছে যাবতীয় প্রস্তুতি, জানালেন স্বপ্না।