আজ বাঁকুড়া আদালতে পেশ উদয়ন দাসকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Feb 2017 11:51 AM (IST)
ভোপালে আকাঙ্খা শর্মা খুনে ধৃত উদয়ন দাসকে আজ বাঁকুড়া আদালতে পেশ। তার বিরুদ্ধে ৩০২ ধারায় জোড়া খুনের মামলা রুজু করেছে রায়পুর পুলিশ। এবার তাদের নজরে উদয়নের পরিচিতরাও। পুলিশ সূত্রে খবর, মাকে খুনের পর তাঁর লাইফ সার্টিফিকেট বের করে পেনশনের টাকা তুলত উদয়ন। পরে বের করে নেয় বাবা-মায়ের ডেথ সার্টিফিকেট। এরপর রায়পুরের বাড়ির পাওয়ার অফ অ্যাটর্নি এক শিক্ষককে দিয়ে দেয় উদয়ন। এভাবে একের পর এক জাল নথি তৈরি ও পাওয়ার অফ অ্যাটর্নি শিক্ষককে দিয়ে দেওয়ার ঘটনায় বেশ কয়েকজন জড়িত বলে পুলিশের অনুমান। এবার খতিয়ে দেখা হবে তাদের ভূমিকা। এদিকে, আজ বাঁকুড়া আদালতে উদয়নের বিরুদ্ধে আকাঙ্খা অপহরণ মামলায় খুনের ধারা যুক্ত করার আবেদন জানাবে পুলিশ।
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
http://www.youtube.com/abpanandaTV https://www.facebook.com/abpananda https://www.abpananda.in
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
http://www.youtube.com/abpanandaTV https://www.facebook.com/abpananda https://www.abpananda.in