নরেন্দ্র মোদিকে নিয়ে কৌতুকে নয়, চ্যানেলের কমেডি শোয়ে নির্দেশ কর্তৃপক্ষের, দাবি প্রতিযোগীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Oct 2017 01:18 PM (IST)
স্ট্যান্ড আপ কমেডি শো-তে নরেন্দ্র মোদিকে নিয়ে কৌতুকে না ! নরেন্দ্র মোদিকে নিয়ে কোনও হাস্যকৌতুক করা যাবে না বলে এক প্রতিযোগীকে নির্দেশ চ্যানেল কর্তৃপক্ষের। শ্যাম রঙ্গিলা নামে ওই প্রতিযোগী পিটিআইকে জানিয়েছেন, শ্যুটিংয়ের আগে মোদিকে নিয়ে হাস্যকৌতুক করা যাবে না বলে চ্যানেলের তরফে জানানো হয়েছিল। বিতর্ক এড়াতে একমাস ধরে শ্যুটিং চলার পর রাহুল গাঁধীকে নিয়ে করা কৌতুকের অংশটি চ্যানেলের তরফে বাদ দিয়ে দেওয়া হয়। ৫ দিনের মধ্যে নতুন একটি স্ট্যান্ড আপ শো তৈরি করতে চ্যানেলের তরফে নির্দেশ দেওয়া হয় বলেও দাবি শ্যাম রঙ্গিলার। এই নিয়ে চ্যানেল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
http://www.youtube.com/abpanandaTV https://www.facebook.com/abpananda http://www.abpananda.abplive.in