ক্লাসে গরহাজির থাকায় রানাঘাটে দশম শ্রেণির ছাত্রকে মারধরের অভিযোগ, শিক্ষকের মারে কান থেকে ঝরল রক্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Aug 2017 12:03 PM (IST)
ক্লাসে গরহাজির থাকায় নদিয়ার রানাঘাটে দশম শ্রেণির ছাত্রকে মারধরের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষকের মারে কান থেকে ঝরল রক্ত। পরিবারের দাবি, রানাঘাটের ওই পড়ুয়া দীর্ঘদিন ধরেই অসুস্থ। মাসখানেক ধরে স্কুলে যেতে পারেনি সে। এই অবস্থায় গতকাল স্কুলে ক্লাস টেস্ট দিতে যায় ওই ছাত্র। অভিযোগ, পরীক্ষায় বসতে বাধা দেওয়া হয় ওই ছাত্রকে। কান ধরে টানতে টানতে ক্লাসরুম থেকে বের করে তার গালে সপাটে চড় কষান প্রধান শিক্ষক। ছাত্রের কান থেকে রক্তক্ষরণ শুরু হলে, তাকে স্কুল কর্তৃপক্ষ স্থানীয় হাতুড়ের কাছে নিয়ে যায়। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়। অভিযোগ, এরপর ছাত্রের বাবাকে ডেকে পাঠিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন প্রধান শিক্ষক। বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়ায় ওই পড়ুয়াকে প্রথমে রানাঘাট মহকুমা হাসপাতাল ও পরে কল্যাণীর জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রানাঘাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। এনিয়ে স্কুল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
http://www.youtube.com/abpanandaTV https://www.facebook.com/abpananda http://www.abpananda.abplive.in