বাদ লি-বোপন্না
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Mar 2017 11:36 AM (IST)
উজবেকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপ টাইয়ে দল নির্বাচনে চমক। প্রাথমিক দলে নেই লিয়েন্ডার, বোপন্না। চার সিঙ্গলস খেলোয়াড়কে নিয়ে দল গড়লেন মহেশ ভূপতি। তবে, ড্র-এর এক ঘণ্টা আগে বেছে নেওয়া চূড়ান্ত দলে দরজা খুলে যেতে পারে লিয়েন্ডারের সামনে।