আরএসএস প্রভাবিত সংগঠনের অনুষ্ঠানে কীভাবে হাজির বিএসএফের ডিজি? প্রশ্ন ডেরেকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Feb 2018 02:06 PM (IST)
আরএসএস প্রভাবিত সংগঠন ‘সীমান্ত চেতনা মঞ্চে’ ইউনিফর্মে বিএসএফের ডিজি কে কে শর্মার উপস্থিতি ঘিরে বিতর্ক। গতকাল কলকাতায় ২ দিনের সম্মেলনের শেষ দিনে উপস্থিত ছিলেন তিনি। এ নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তাঁর প্রশ্ন, কীভাবে একজন ডিজি উর্দি পরে আরএসএস প্রভাবিত সংগঠনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন? বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে আনা হবে বলেও তিনি জানান। সংগঠনের দাবি, সীমান্ত সুরক্ষা নিয়ে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ।