‘আমাদের স্লোগান জয় শ্রীরাম, ওদের থ্রি এক্স রাম’, রামনবমী নিয়ে তৃণমূলকে কটাক্ষ দিলীপের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Mar 2018 09:33 PM (IST)
আমাদের স্লোগান জয় শ্রীরাম, ওদের থ্রি এক্স রাম। যে রামের সঙ্গে নেই, সে দেশের থেকে বিচ্ছিন্ন। যারা আগে বিরোধিতা করত, তারাই এখন রামনবমী করছে। দেরিতে হলেও বুঝতে পেরেছে, সবই ভোটের জন্য। রামনবমী নিয়ে তৃণমূলকে খোঁচা দিলীপ ঘোষের।