সম্পত্তি নিয়ে বিবাদের জেরে হলদিয়ায় মহিলার উপর অ্যাসিড হামলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Sep 2017 06:00 PM (IST)
সম্পত্তি নিয়ে বিবাদের জেরে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় বিধবা মহিলার উপর অ্যাসিড হামলার অভিযোগ। ডান চোখ, গলা এবং বুকে অ্যাসিড লাগায় আক্রান্তকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সূত্রের খবর, দুর্গাচক থানা এলাকার বাসিন্দা ওই মহিলাকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য ননদের স্বামী চাপ দিচ্ছিলেন। আজ সকালে ওই ব্যক্তি আচমকাই অ্যাসিড নিয়ে হামলা করেন বলে অভিযোগ। এর আগেও অভিযুক্ত ব্যক্তি অ্যাসিড হামলার চেষ্টা করেছিল বলেও দাবি আক্রান্তের। ঘটনার পর থেকে ফেরার অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
http://www.youtube.com/abpanandaTV https://www.facebook.com/abpananda http://www.abpananda.abplive.in