এলিয়ট রোড, শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে আগুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Aug 2018 06:25 PM (IST)
শহরে ফের অগ্নিকাণ্ড। এলিয়ট রোডের একটি বাড়িতে আগুন। আগুন আয়ত্তে আনতে ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন ও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। অন্যদিকে, এসএসকেএমের কাছে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে বহুতলের মিটারবক্সে আগুন। আটকে পড়া ১৫ জনকে উদ্ধার করল দমকল। সকাল ৬টা নাগাদ ওই বহুতলের একতলায় সিঁড়ির কাছে মিটারবক্সে আগুন লাগে। আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। পরে দমকলের ৩টি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।