এই প্রথম মিস ইউনিভার্স গ্রেট ব্রিটেনের শিরোপা পেলেন কোনও 'কৃষ্ণকলি'
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Jul 2018 03:36 PM (IST)
এই প্রথম মিস ইউনিভার্স গ্রেট ব্রিটেনের শিরোপা পেলেন কোনও কৃষ্ণাঙ্গিনী। ২৫ বছরের ডি আন রোজার্স প্রথম কোনও কৃষ্ণাঙ্গিনী হিসেবে এই সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হলেন। আগামী ডিসেম্বরে আন্তর্জাতিক মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করবেন তিনি। বার্মিংহাম ইউনিভার্সিটির আইনের স্নাতক রোজার্স একজন অ্যাথলিট। কমনওয়েলথ গেমসেও দুবার অংশগ্রহণ করেছেন তিনি।