সরকারি তথ্যভাণ্ডারে র্যানসমওয়্যার ভাইরাসের হামলা ঠেকাতে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 May 2017 05:51 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
সরকারি তথ্যভাণ্ডারে র্যানসমওয়্যার ভাইরাসের হামলা ঠেকাতে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক। বৈঠকে উইন্ডোস ১০ অপারেটিং সিস্টেম ব্যবহারের সিদ্ধান্ত। নবান্ন সূত্রে খবর, বিদ্যুৎ দফতরের বিভিন্ন অফিসে যে সব কম্পিউটারের ফাইল এনক্রিপ্টেট হয়ে গিয়েছে সেখানে তথ্য উদ্ধার করা সম্ভব নয়। তবে নতুন করে হামলা ঠেকাতে সমস্ত সফটওয়ারের আপডেট ভার্সন ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে বিশেষ গাইডলাইন তৈরি করা হবে। সেই গাইডলাইন সমস্ত দফতরে পাঠিয়ে দেওয়া হবে। সাইবার হামলা ঠেকাতে কেন্দ্র সরকার কী কী ব্যবস্থা নিচ্ছে সেদিকেও নজর রাখছে রাজ্য সরকার। আজকের বৈঠকে মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্র সচিব মলয় দে, রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ করপুরকায়স্থ, এডিজি আইন শৃঙ্খলা অনুজ শর্মা, এডিজি সিআইডি রাজেশ কুমার, সিআইডির সাইবার সেলের কর্তারা এবং তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
http://www.youtube.com/abpanandaTV http://www.abpananda.abplive.in