গাড়িতে ফোন নেই দেখেই বদলে যায় শামির আচরণ, আমার অভিযোগ নিয়ে স্পষ্ট জবাব দিচ্ছে না, সাংবাদিক বৈঠকে বললেন হাসিন জাহান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Mar 2018 03:18 PM (IST)
মহম্মদ শামির গাড়ি থেকে ফোন আমি নিয়ে নেওয়ার পরেই ওর আচরণ বদলে যায়। আমি অনেকবার ওর অন্যায় আচরণ বদলানোর চেষ্টা করেছিলাম। কিন্তু ও আমার কথা কোনওদিনই শোনেনি। ও নিজের দোষ স্বীকার করেনি, আমাকে প্রাপ্য মর্যাদাও দেয়নি। সাংবাদিক বৈঠকে বললেন হাসিন জাহান