ক্রিকেট জেন্টলম্যানস্ গেম, নিয়মসিদ্ধ হলেও বাটলারকে করা অশ্বিনের আউট সমর্থন করা যায় না, কলকাতায় দ্য টেলিগ্রাফ ও বেঙ্গল ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত টাইগার পতৌদি স্মারক বক্তৃতায় বললেন ডেভিড গাওয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Mar 2019 07:33 AM (IST)
ক্রিকেট মানেই জেন্টলম্যানস্ গেম। ক্রিকেটীয় অভিধানে থাকলেও বাটলারকে অশ্বিনের করা বিতর্কিত আউট সমর্থন করা যায়না। কলকাতায় দ্য টেলিগ্রাফ ও বেঙ্গল ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত টাইগার পতৌদি স্মারক বক্তৃতায় অকপট ডেভিড গাওয়ার।