রাজ্যের ৪ যুবককে ফুটবল প্রশিক্ষণের জন্য জার্মানি পাঠাচ্ছে কলকাতা পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Oct 2018 07:30 PM (IST)
রাজ্যের ৪ যুবককে ফুটবল প্রশিক্ষণের জন্য জার্মানি পাঠাচ্ছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ আয়োজিত পাড়া ফুটবল প্রতিযোগিতা থেকে উঠে আসা কলকাতা, ঝাড়গ্রাম ও দার্জিলিংয়ের চার যুবককে প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠানো হচ্ছে। মণীশ সুব্বা, লোকনাথ মণ্ডল, শেখ রিন্টু ও দেবকুমার ক্ষীর আলিকে জার্মানি পাঠাচ্ছে কলকাতা পুলিশ।